• Headquarter, In Bangladesh
  • Contact hour: Sat-Thu- 8:00 a.m - 8:00 p.m
Follow Us:

নাগরিক সেবা প্রদান

বিসমিল্লাহির রহমানির রহীম

মুবাল্লিগ এর প্রকল্পে জাতিকে শুধুমাত্র কিছু নসীহা মূলক বাক্য শুনিয়েই আমরা আমাদের কার্যক্রমের ইস্তফা দিতে চাই না। বরং শরীয়াহ সম্মত উপায়ে মুসলিম অমুসলিম প্রত্যেকের জন্য মৌলিক চাহিদাদি যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিতকরনের জন্য ইনসাফকারী মুসলিমদের মাধ্যমে তাদের নাগরিক সেবা কার্যক্রমটিও পরিচালিত করতে চাই ইনশাআল্লাহ্‌।

এই ভেজাল পণ্যের পৃথিবীতে পুনরায় বিশুদ্ধ পণ্য উৎপাদন, বিপনন ও সরবরাহের মাধ্যমে জাতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে উদ্যোগ হাতে নিয়েছি আমরা এবং দক্ষ ব্যাবসায়ী মুসলিম ও ন্যায়পরাণ পরিচালনা পর্ষদের সাহায্যে এই কাজটি আঞ্জাম দেওয়া হবে ইনশাআল্লাহ্‌।

খাদ্য ব্যাবস্থাপনাঃ

আল্লাহ বলেছেন-

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ

‘হে মানুষ! জমিনে যেসব হালাল ও পবিত্র জিনিস রয়েছে সেগুলো খাও, আর শয়তানের পদাংক অনুসরণ করো না।’ (সূরা আল বাকারা : ১৬৮)

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এখানে হালাল বস্তু খাওয়ার সাথে সাথে শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন এর কারন হলো, শয়তান মানুষকে বিপথে নেওয়ার জন্য প্রথমে হারাম খাদ্য খাওয়ানোর মাধ্যমেই তা শুরু করে, কারন সে-ও জানে যে হারাম খাদ্য খেলে কারো দোয়া কবুল হয় না। এই ব্যাপারে নবী (স) ও আমাদের সাবধান করে গেছেন-

আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
أَيُّهَا النَّاسُ إِنَّ اللهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِيْنَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ. ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ.

‘হে মানুষ সকল! নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পাক-পবিত্র বৈ কিছুই কবুল করেন না। আর আল্লাহ মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ তিনি রাসূলদেরকে দিয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ (স) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যে দীর্ঘ সফর করেছে, ধূলাধূসরিত, এলোমেলো কেশবিশিষ্ট, হস্তযুগল আকাশপানে উত্তোলন করে দো‘আ করে বলে, হে আমার রব! হে আমার রব! অথচ তার খাদ্য-পানীয়, পরিচ্ছদ সবই হারাম। এমনকি সে হারাম দিয়েই জীবিকা নির্বাহ করে। সুতরাং তার দো‘আ কিভাবে কবুল করা হবে’?[ছহীহ মুসলিম হা/১০১৫, মিশকাত হা/২৭৬০, আহমাদ হা/৮৩৩০]

তাই খাদ্যের পবিত্রতা ও বিশুদ্ধতা নিশ্চিত করতে মুবাল্লিগ প্রকল্পে যুক্ত থাকা সলেহীন মুসলিম কৃষকদের মাধ্যমে উৎপাদন করে, তাকওয়াবান কোয়ালিটি চেকার মুসলিমদের দ্বারা যাচাই করে আপনাদের কাছে তা পৌঁছানো হবে ইনশাআল্লাহ্‌। আমাদের ফুড প্রজেক্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন (Click Here) । এবং আমাদের উৎপাদিত বিশুদ্ধ পণ্য কিনতে এখানে ক্লিক করুন (Click Here)।

Muballig Copyright 2023 - All Rights Reserved